যখন কেবল ঘুমিয়ে ছিলেম,
বিজন ছিল গো মোর হারা প্রেম ,
আবরণে ছিল মন মধু  হেম -
গান ছিল বাঁধা গতে ;

তুমি যে গো সখা ওই মধুমাখা ,
যতনে সাজান প্রানমাঝে রাখা -
রজত কাঠিকে  সোনায় ভরিয়ে
আমায় জাগালে তোমার রথে  !

ভোরের বেলার সিঁদুর  খেলায়  
আঁধারখানি কে মুছিয়ে হেলায়
নানা রঙে রাঙা এ মহা মেলায়
চললে সে কোন মেদুর পথে ।
  
সন্ধাপারের অন্তের মাঝ -
যবে আরবার হেরি সেই মধুসাজ ;
প্রান ভরে  নিও মোর  সুখলাজ
তোমার প্রেমের চিত্রপটে ।


মানস পান্থ  - কি কথা গো কব,
ওই সোনা রঙে কবে গো হারাব ;
মায়ার তটিনী  তরিয়া কবে গো
চলব তোমার সাথে !