আমি আবারো আসিলাম ফিরে,
       সাগরের নুনোজলে,
  কাগজের নৌকা চড়ে।
      আমার প্রিয় সেই,
আলোথালো কুঁড়ে ঘরে।
ফেরার পথে কেউ বলেছে -
পাগল আমায়, আবার
কেউ বলেছে দিবা অস্তাচল।
ক্ষুন্ন বিষন্ন মনে বসে আসি
      ট্রেনের পাটাতনে।
      আমি বলি হায়!
যে কভু হয়নি পাগল,
সে কি বুঝিবে পাগলের
      আনন্দ ধারা।
সাগরের নোনা জল,
যে নেয় নি কভু মুখে-
     সে কি বুঝিবে,
সাগরের জল যে কতো তেতো।