আঁকার ডালি,
            পাঁচ মিশালি।
নানা রকম রঙে,
             আঁকতে লাগে;
কত রকম ডঙ্।
              নানা মাপের তুলি কত,
নষ্ট হয় যে অবিরত।
              আর্টের  খাতা সাদা মাটা,
লিখতে লিখতে হাতে ব‍্যাথা।
              লিখতে  গেলে ছবির খাতা,
ছাড়তে হবে চপলতা।


           ১৬/০৫/২০১৭
       ধর্মনগর, উত্তর ত্রিপুরা
              ।। ভারত।।