একটি চিঠি দিলাম আমি,
      আকাশ ঠিকানায়।
গোলক ধাঁধায় বাঁধা আমি,
        প্রেমের যন্ত্রণায়।
চিকন কোমর দুলিয়ে কবে,
      আসবে ফিরে ঘরে।
  দুঃখ সব‌ই মিটিয়ে দেবে,
    আপন স্নেহের জোরে।

           *********
নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
   তাং: ০২/১০/২০১৭
        সকাল-০৮.৫৭