আকাশটা যতটুকু দেখি,
চোখে-চোখে আয়তন মেপে চলি।
চাঁদ তারা আর মেঘের মাঝে,
কে যেন লুকোচুরি খেলে।
অভিমান আর বিশ্বাস মনে,
আবার কেউ যেন কিছু বলে!

            *********
  নিজ বাসভবন, ধ‍র্মনগর
     উত্তর ত্রিপুরা, ভারত
     তাং: ১৬/১১/২০১৭
           রাত:৯.২৪