এতো সযতনে তুমি পোষিছো কাহারে,
সতত ভালোবাসার অন্তরে অন্তরে।
রহিলো এ হৃদয়ে বিরহেরই জ্বালা,
অকালে বাঁধিনু আজি প্রেমের দুচালা।
ফাঁদে পরিনু যে অকারন কোন লোভে,
সৃষ্টির নতুন কোন মরিচিকা শোভে।
বিষাদ নিশ্বাস আজি বালুময় ভূমি,
তবু কেন হাতছানি দিলে বলো তুমি?
আমি আজি নয় পূর্ণ ব‍্যতীরেকে জানি,
বিদায় বেদনে কাঁদি আমি অভিমানী।
ক্লেশ আমি বহি মনে তবো বাক‍্যবাণে,
হৃদয়েতে ফোঁটে ফুল তবো আগমনে।
পারো যদি বেধে রাখো একি বৃন্তে ফুল,
ক্ষমা করে দিয়ো মোরে হয় যদি ভুল।


       *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৪/০২/২০১৮ ইং
   ২১ মাঘ,১৪২৪ বাং
       বিকাল: ৪.৪৮