অস্তিত্বের সন্ধানে ছুটে চলেছি আমি,
সমতল পেরিয়ে বন্ধুর পথে।
থেমে থাকিনি আমি কখনো,
সে হোক দিবস রাত্রি অথবা গোধূলি।


আমি পার হয়েছি কতশত নদী,
কত সাগর আর মরুভূমি।
ঘর্ম সিক্ত ক্লীষ্ট দেহে
অভিযান চলছে অবিরত গন্তব্যের পথে।


বিজয় কেতন উড়েনি আজো,
আরোহণের আছে বহু বাকি।
তবুও ভালো লাগে বিনিদ্র রজনী,
আমি যে এক আরোহী!


***********


হেলেন কেলার,আগরতলা
    দক্ষিণ ত্রিপুরা, ভারত
তাং: ১৯/০৩/২০১৮ ইং
    ৪ চৈত্র,১৪২৪ বাং
       সকাল: ৫.৫৮