অপূর্ণ ভূবনে
ক্লান্ত জীবনে,
কবিতা কায়ায়
আশ্রিত ছায়ায়।


গভীর রাতে
কান্নার স্রোতে,
ভাসে সমভূমি
আর মরুভূমি।


ডুবু জলে
ভেলা চলে,
আশ্রয় খুঁজে
জীবনের ভাজে।


উজানের গানে
প্লাবিত তানে,
নিঃউত্তর তরী,
মেঘলা পরী।


পাড়ি দেবে
সাথে নেবে,
প্রফুল্ল বদনে
মনের গহনে।


ফুল তুলি
দেব শ্রদ্ধাঞ্জলি,
শোকার্ত হৃদয়ে
আপন বিদায়ে।


         *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৫/১২/২০১৭ ইং
    ৯ পৌষ,১৪২৪ বাং
       সকাল:৫.৫৩