কে জাগালো হৃদয় গোপনে,
আজি এই গোলাপী ফাগুনে?
সোনার সকালে আবিরের ছুঁয়া,
হারিয়েছি যারে খোঁজে পাওয়া!
আকাশে আঁকা মনের ছবি,
হৃদয় রাঙাবে রঙের দাবি!
নানা রঙে মেলা মেশা,
প্রাণে জাগে নবো আশা!
সবুজের মাঠে হলুদের খেলা,
ভাসিয়েছি আমি আনন্দের ভেলা!
দখিনা হাওয়ায় আমি আজি,
উড়ে যাতে দূরে রাজী।
শিমুল পলাশের রাঙা ফুলে,
হাসাবে সবারে দুঃখ ভুলে!
আবির গুলাল সিঁদুর সিঁথি,
ভালোবাসি  আমি তোমায় বনবীথি।
কোন রঙে রঙাবো তোমায়,
ভালোবেসে বলো গো আমায়!
চাঁদ চাঁদিনী সূর্য দিনমণি,
তুমি জাগালে অনন্ত যামিনী।
আজি বসন্তের রাঙিন দিনে,
এ বাসনা পোষিনু মনে-
সপ্ত রঙে সাজগো তুমি,
'সিঁদুর খানি পড়াবো আমি।'


    ***********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০২/০৩/২০১৮ ইং
   ১৭ ফাল্গুন,১৪২৪ বাং
       সকাল: ৭.২৬