হৃদয়ের আঙ্গিনায় বেড়ে উঠা গোলাপ কলি,
যতনে রাখি তু'মা এই অঙ্গনের আমি মালি ।
ঝড় -বৃষ্টি, খরা-শুখায় জুড়ে আছ হৃদয়টা,
তবু সেই একই গাছ একই কলি তুমি সেটা।
অভিমানের  ঢেউ-এ  ভেসে যায় বেলা ভূমি,
তবুও যেন শিকরে বেঁধে রাখো আবার তুমি।
কখনও ডাল কাটা পাতা ছাটা যদি কিছু করি,
সবই যেন তোমাকে বানাতে সৌন্দর্যের পরী।


              ০৫/০৭/২০১৭ইং
               আষাঢ়, ১৪২৪বাং
               (চেন্নাই যাত্রা পথে),
             ধলাই ত্রিপুরা। ভারত