বিস্ময়ে তাকাই আমি পৃথিবী তোমারে,
শীতে কেঁপে মরি তবু লাফাই পাহাড়ে।
আলোক রশ্মির খোঁজে চলি ঢালে ঢালে,
কুয়াশায় ভেজা তবু দোষী না কপালে।
হীনবল মোরা নয় মহাবলী হনু,
মিলে মিশে চলি মোরা যত দিন তনু।
দুঃখ নাই ক্লেশ নাই আনন্দ এ মনে,
ভালোবেসে মিলে থাকি সকলেই বনে।
পদতলে আছে মোর বিরাট পাথর,
দূরে তাকালে দেখি শহরের ভেতর।
রাজো ভোগে মানুষেরা দুঃখের অন্তরে,
ধীরে ধীরে কেঁদে মরে ভেতরে ভেতরে।
সুখ নাই, শান্তি নাই অভিনয় শুধু,
আমরা ভালোই আছি অরণ‍্যেতে বধু।


          *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১১/০১/২০১৮ ইং
    ২৬পৌষ,১৪২৪ বাং
        সকাল:৭.০৭