বাতাস বয়ে যায়,
ভারত ছেড়ে বাঙলায়।
মনের গহনে ভালোবাসি,
বাঙলা তুমি রুপসী।
ক্ষমা তুমি করো,
হৃদয়ে যে বড়ো-
বটের পাতার মতো,
ছড়িয়ে রয়েছে কতো!
ঝ‍রে ছিল প্রাণ,
মুছে ছিল সন্মান।
তবু স্মৃতি মধুময়,
বাঙালির জয় নিশ্চয়!
বাঙলা মায়ের আঁচল,
রহিবে চিরকাল সচল।


    *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২১/১২/২০১৭ ইং
    ৫ই পৌষ,১৪২৪ বাং
        রাত:১১.৪৫