মনের মেলায় যখন আসিল ভাটা,
চারিদিকে চেয়ে দেখি-সব‌ই যেন ফাঁকা!
হুতাশেতে ছুটি আমি-লাল পলাশের দেশে;
খোঁজে দেখি সে যে নাই- যারে গেছি খোঁজে!
আঁধারেতে দূর মাঠ -একা শুয়ে থাকে।
তবু যেন মনে হয়,কেউ বুঝি ডাকে!
পৃথিবীর সকল আশা ঠেকে ছিল যাতে,
ঘুম ভেঙ্গে আমি দেখি কিছু নেই তাতে।
পাই যদি কোন কিছু বিশ্বাসের জোরে,
কেউ কি আছে এবার-ধরে নিতে তারে?
চোঁখে চোঁখে সেজে আছে কতো স্বপ্ন কথা,
শুনার কি কেউ আছে-বুক ভাঙা ব‍্যথা?
মায়ার মায়ায় আমি যতো চলি দূরে,
মরীচিকা সেজে সেতো আরো যায় সরে।
হেলায় হেলায় গেল যৌবন বেলা,
ধীরে ধীরে পাশে এলো বিদায়ের পালা!


***********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৭/০৩/২০১৮ ইং
    ২ চৈত্র,১৪২৪ বাং
       সকাল: ৬.০৫