শিক্ষক বলেই কথা-
ভালোবাসতেই হয় তোমাদের-
আলোর দিশারী তোমরা সবাই।
জীবনের কতো গোধূলি রাত কেটেছে তোমাদের-
শিশুর বিকাশে
শিক্ষকের ডায়ারির  পাতায় পাতায়;
সৃষ্টি সুখের উল্লাসে।


স্বপ্ন  ছিল 'মানবতা'
যখন নৃশংসতায় রক্তাক্ত পৃথিবী।
সেই দিন তোমরা ছিলে বিপ্লবী অধিনায়ক, শিক্ষক আর রূপকার।
পেক্ষাপটের পরিবর্তন অথবা
রঙের অদল বদলের খেলায়
বনফুল তুমি-
ফোঁটেছো পাহাড়ের ঢালে।
ভালোবেসেছে অনেকেই-
তোমাদের সৃষ্টি
তোমাদের অঙ্গীকারে।
দেরীতে হলেও আমিও-
ভালোবেসেছি তোমাদের সকলে
এই বেদনাময় চিরবিদায়ের সাঁজে।
         *******
তাং: ০৫/০৮/২০১৯
সকাল:১০টা ৫৫ মিনিট