বলিনি তোমায় আমি যেতে তাড়াতাড়ি,
হৃদয় কাঁপে কেমনে যে তোমায় ছাড়ি।
সদা ছিলে আনন্দ আপ‍্যায়নে মগন,
ছুয়াতে চেয়েছ মোরে সুউচ্চ গগন।
আতঙ্ক হৃদয়ে তবু নতুনের টান,
সব কিছু নিয়ে যেও রাখিও সন্মান।
শিখিপুচ্ছ দোলায়ে আজ নাচিছে বনে,
তুমি গাথিছ মোরে ঐ মনের গহনে।
মালতী ফুলের ডালি সুগন্ধিল তোরে,
বিদায়ের সানাই বাজিল যে অন্তরে।
গতিতে বুঝি তড়িৎ ফিরিবার পথে,
চড়িছ তুমি আজ যেন বিদ্যুৎ রথে।
ক্ষমা করে দিও মোরে দিয়েছি যাতনা,
আর্শীবাদ করো-'পৃথিবী থাকে যৌবনা।'


        *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩১/১২/২০১৭ ইং
    ১৫পৌষ,১৪২৪ বাং
       সকাল- ০৬.৪৫