বসন্ত উৎসবে রঙের খেলা,
আকাশ হ‌ইলো রঙেতে মেঘলা!
হৃদয়ে রামধনু সাজিলো সবার,
রঙ ছুয়ে হ‌ইলো একাকার‌।
মনের মন্দিরে প্রেমের চরণ,
আবির মাখিয়া ক‍রিলাম বরন।
তোমার ললাটে বসন্তের রেনু,
শিহরিয়া উঠিল সারা তনু!
বসন্ত আগমনে হোলির গান,
নতুন আশায় জাগিল প্রান!
চারিদিকে যেন রঙের মেলা,
থাকিবেনা কেউ আজি একলা।
আনন্দে আত্মহারা মানবীরা দিশেহারা,
শিহরণ তুলে পিচকারী বারিধারা‌।
সৌহার্দ্য প্রীতিতে কাটিল যেমন,
জীবনের প্রতিপদে বসন্তের আগুন!
জাতি ধর্ম বর্ণ ভুলি,
মেখেছে একে অন্যে হোলি।
অমৃত স্পর্শে বসন্তের দিনে,
হৃদয় জাগিল মানবতার গানে।
রাঙা রঙের রক্ত নদী,
বাধিবো আজি আবিরে যদি!
বসন্তের হোলিতে বিকশিত আশা,
হৃদয়েতে রহে প্রেম ভালোবাসা!

    ***********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০১/০৩/২০১৮ ইং
   ১৬ ফাল্গুন,১৪২৪ বাং
       সকাল: ৭.২৬