কবিতা খানা লিখছি আমি,
হয়ে বড় অভিমানী!
বুদ্ধি আমার বড় খাটো,
ভাবতে গেলে ভেজাল যত!
চোখে দেখে বুঝি না,
অঙ্ক কষে ও মেলে না।
আবার দেখি কারো বেলায়,
বুদ্ধিটাকে এমন চালায়-
দৌড়ের ঘোড়া হার মানায়।
কল্পনা আর পরিকল্পনাতে,
এমন বুদ্ধি লাগায় তারা;
বুঝতে গেলেই দিশেহারা।
কাজের ছক আঁকবে আগে,
নিশ্চুপ হয়ে র‌ইবে জেগে।
আমি যখন পথে হাঁটি,
চতুরতা লাগে খাঁটি।
চোর গেলে বুদ্ধি বাড়ে,
সময় গেলে বুঝি পরে।


        ১৯/০৫/২০১৭
     ধর্মনগর, উত্তর ত্রিপুরা
            ।। ভারত।।