একটি কথা ছিলো বলার,
হয়তো কেউ নেই শুনার।
আঁধারে আলো দেখি যারে,
সে ঘৃণা করো মোরে!
জ্বলে জোনাকির আলো বনে,
নব আশা জাগে মনে।
জরাজীর্ণ জীবনে স্বপ্ন জাগে,
স্বপ্নেও যেন কাউকে লাগে।
লাল গোলাপের পাপড়ি গুলো,
দেখেছি যে আমি সুগোছালো।
দেখেছি শূন্যে মৃনালের খেলা,
হৃদয় আমার ভাসমান ভেলা।
বুক জুড়ে ভালোবাসার আলো,
না, সে নয়তো কালো!
অপ্রতিভ সেই আলো হীরকে,
সূর্যের আলো বুঝি ডাকে।
রামধনুর সাত রঙের বাহার,
বিশ্বাস জাগায় মনে কতবার।
প্রতি ভোরে জাগে রবি,
তাতেই আমি আঁকি ছবি।


      **********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৫/১২/২০১৭ ইং
২৯ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
       সকাল:৬.৩১