বিষন্নতা কখন ছুয়ে দিল হৃদয়,
মনে হয় কেউতো ছিল সদয়!
কান্না আসে যেন অন্তরে অন্তরে,
বাউলের গান শুনি ভুলিতে তারে!
সেই হাসি স্বপ্নময় আলোকের রাশি,
আঁধার রাতেতে শুনি স্বজনের বাঁশি।
জানালা খুলে আমি দেখি আকাশে,
স্বপ্নের ছবি খানা ভাসে বাতাসে!


********


তাং: ১২/০৬/২০১৮ ইং
২৮জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৬.০৩
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত