দু'একটি কথা মনে আসে
না লিখে পারি না -
ঢাকী যখন ঢাকে তাল
ধরে,সে ভূলে যায় তার
লেনদেন কম বা বেশি।
সে তার বাজনার শেষ
সৌন্দর্য উপভোগ করায়
ছন্দ বুনে চলে মনের খেয়ালে।
আর আরতি যখন বাজায়,
ঠাকুর যেন জাগ্ৰত হন-
ঐ বাজনার তালে তালে।
ধন‍্য বাদক তুমি বাজাও,
আরও সুন্দর আরতির তালে।
তোমার বাজনার শব্দ -
স্মৃতিতে শুনি আমি আজও।


       ***********
নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৬/১২/২০১৭ ইং
১৯ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
       সকাল:২.৪৭