নিতান্ত কাত‍র হয়ে চেয়ে আছি তোরে,
দয়াকরে তুমি যদি ফিরে আসো ঘরে।
ক্ষান্ত করে এবার যদি করো বরণ,
এমনি রহিবে পাখি তবো আমরণ।
গম্ভীরে কহিনু আমি উত্তরে তোমার,
এ তনু মন বলো তুমি ভিন্ন কাহার!
দোঁহে বসি মিলি মিশি কাটিবে যে নিশি,
আনন্দেতে গাহে গান আকাশের শশী।
তবে বৃথা মান কেন মালিনীর মনে,
চলো আজি খেলা করি বকুলের বনে!
উচ্চ তরু শাখা তাতে বাঁধিব দোলনা,
আনন্দিত তাতে হবে তুমি যে যৌবনা!
বিষহীণ তবু জ্বালা প্রেমের‌ই বিষে,
প্রেমহীণ জীবনেতে আছে কি যে শেষে!


      *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৫/০২/২০১৮ ইং
   ২২ মাঘ,১৪২৪ বাং
       সকাল: ২.০৬