সোনা,


জীবনটা নিশ্চয় যুদ্ধময়!
তার মাধ‍্যেও কিছুটা আনন্দ,
দুঃখ ভাগাভাগি করে নেওয়া
আর নতুনের উদ্দেশ্যে পথচলা।
হে গো জীবনটা একটা
পথ আর আমার পথিক!

আর অনেক নদী নালা পেরিয়ে যেতে হয়।
আর সুভাগ‍্য থাকলে সেতু পাওয়া যায়,
নতুবা থেমে যেতে হয় আথবা ঝাপিয়ে
পড়তে হয় অজানা উত্তাল ঢেউ এ। হয়তো
জয় নতুবা মৃত্যু!


আমাদের সৌভাগ্য নিশ্চিয়!
আশার সেতু ভালোবাসার যাত্রা পথ সুগম করেছিল।
আমাদের জীবনের প্রতি পদক্ষেপে
আলোকিত হয় আশার আলোকে।
একটা নদী পেরিয়ে যেতে হয়ছিল
মিলনপথে।আর সেই পথে একটা দুটো
বাঁশ বাঁধা ওপারের পথ দেখানো
আশার জন‍্য‌ই পেরেছিলাম।


ইতি
তোমার সুনু।


  *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১১/০২/২০১৮ ইং
   ২৮ মাঘ,১৪২৪ বাং
   রাত:০৯.০৪