পরীক্ষা দিতে হবে যে সকল নেতার,
জনতা নম্বর দিবে তাদের খাতার!
রাজতন্ত্র  অবসানে গণতন্ত্র এলো,
সাধারণ মানুষ ভোটাধিকার পেল।
গণতন্ত্রের উৎসবে মেতেছে রাজ‍্য,
নেতারা গরিব আজ চাইছে  সাহায্য!
বাড়ী ঘরে নেতা আসে বহু দিন পরে,
কথা বলে নীচু সুরে হাত জোড় করে!
গাড়ী ঘোড়া হাট বাজারে করে প্রচার,
'আমরা' ছাড়া বাকী সবই দুরাচার!
'আমি শুধু ভালো ভাই বাকিরা তো কালো',
তাই বলি ভোট গুলি 'এই' চিহ্নে ডালো!
নেতা নেত্রী সাঙ্গ দল হুলুস্থুল করে,
তৈরী হয়ে আছে ঐ সালাম দিবে কারে!


   *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩০/০১/২০১৮ ইং
   ১৬ মাঘ,১৪২৪ বাং
        সকাল: ১০.০০