হিমালয় শিরে বরফ সাগর,
দর্শনে হয় চক্ষু ডাগর।
হিমেল অটল পর্বত ভূমি,
দাঁড়িয়ে রয়েছো আজন্ম তুমি।
নিমগ্ন ধ‍্যানে রয়েছ তাপস,
তুমা চেয়ে কাটিল দিবস।
তরুরাজি পদতলে তুমা' সমীপে,
শোভিতে আপন দেহ পরিমাপে।
ধন‍্য গিরি তুমি গিরিরাজ,
লয়েছ বসন যেন রাজসাজ।
ভূপতি তুমি দুর্জয় সেনাপতি,
বিহঙ্গ উড়ে তাতে বনস্পতি।
ভ্রমীতে চাহি তব কোলে,
গিরিশ্বর ভালোবাসি আপনা ভুলে।


       *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩০/১২/২০১৭ ইং
    ১৪পৌষ,১৪২৪ বাং
       সন্ধ‍্যা ০৯.৪৩