ঈদের শুভেচ্ছা  জানাতে কবিতার ভাষা,
ভালো থেকো চিরকাল  এই মোর আশা।
ঈদ আজ সবার জন্য নাই এর জাতি ধর্ম,
ত‍্যাগ আর ভালোবাসার তরে এসব কর্ম।
দোকানী দোকান পাতে শহরের রাজপথে,
সকলে কুশল বিলায় আজ যে যার মতে।
আয়োজন ঘরে ঘরে বিরানি,মাংস, মিষ্টি,
দোলাভাই আসবে যদি না হয় অতি বৃষ্টি।
ভুলো না বন্ধু তোমার এই পবিত্র প্রতিজ্ঞা,
ভালোবাসেই যাবে যা ছিল তোর আজ্ঞা।
হাতে হাত ধরে চলো তুমি জীবনের পথে,
আলো জ্বেলে দিও তুমি অন্ধকার  রাতে।


        ২৬/০৬/২০১৭ইং
     ১২য় আষাঢ়, ১৪২৪বাং
      নিজ বাসভবন,ভারত
           উত্তর ত্রিপুরা