এই মহান গর্ব ও আনন্দের দিন,
আকাঙ্ক্ষায় উদযাপন করি, 26শে জানুয়ারী।


ভারতীয় প্রজাতন্ত্র দিবস, মহান উল্লাসে,
স্মরণ করি ফেলে আসা  লড়াই সংগ্রামের ইতিহাস।
স্বাধীনতা ও ন্যায়বিচারের-
স্বপ্ন দেখেছিলো গোটা জাতি।


তেরঙা পতাকা, গর্বের প্রতীক,
আকাশে উঁচুতে উড়ে, আশার বাতিঘর।
জাতীয় সঙ্গীত-ঐক্য আর শক্তির গান,
একত্রে দাঁড়ানোর আহ্বান।


প্যারেড, সংস্কৃতির প্রদর্শনী,
আলোর উদযাপন,
গর্বের ছন্দ- আনন্দের উদযাপন।


কর্মের আহ্বানে, সন্মিলিত কণ্ঠস্বর
একত্রিত করে আমাদের, প্রতিটি বছর।