সূর্যমুখী আলোর জ‍্যোতি আমার মুখে,
তীর ভাসানোর জোয়ার তোমার বুকে।
সূর্য যদি হারিয়ে ফেলে নিজ জীবন,
তাতে আমার হবে জানি সহমরণ।
আকাশ পানে ভাসে আমার ছোট্ট মন,
তোমার আলো ছাড়া আমি বাঁচি কেমন!
জীবন-কাঠি ছুঁয়ে দি‌ও আঁধার রাতে,
আমি যেন জেগে উঠি ভোরের প্রভাতে।
কনকচাঁপার কান্তি লাগে আজ মনে,
নানা রঙের ফুল ফোটে এই ফাগুনে।
দীপ্তি তুমি মোরে দিলে দিনের বেলায়,
প্রীতি পেলাম জোৎস্না রাতের তারায়।
নীহারিকা আলোক ছটা নীল আকাশে,
মনটা যে পাগল করে মৃদু বাতাসে।


           *********


  নিজ বাসভবন, ধ‍র্মনগর
      উত্তর ত্রিপুরা, ভারত
   তাং: ২৯/১২/২০১৭ ইং
      ১৩পৌষ,১৪২৪ বাং
          সকাল: ১০.২৬