জীবনটা শুধু  নাকি
অভিনয় আর পুতুলের খেলা।
বুক ভরে পাও তবু
না পাওয়ার ভান করো।
আবার কখনো.....
খালি হাতে ফিরো তবুও
মুঠ ভরে যাবার অভিনয় করো।
ভুলে গেলেও মনে রাখার মতো,
রাস্তা ঘাটে হ‍্যায়! হেলো!
আরোও কত কিছু যে বলো।
কখনও গড়ো তুমি পুতুলের মতো,
আবার ভেঙে ফেলো তুমি
এক অবুঝ বালিকার  মতো।
চাওয়া পাওয়া নেওয়া দেওয়া
চলে অবিরত।
তার‌ই মাঝে ভাঙা গড়া,
জোড়া তালি চলে প্রয়োজন মতো।
খুঁজে পাওয়া আবার হারিয়ে যাওয়া,
জীবনের এই দুরন্ত খেলা-
চলে আরো চলে,
প্রতিদিন চলে,
প্রতিদিনের মতো
আবারও নতুন করে চলে
তোমার‌ই প্রয়োজন মতো।