ঝিনুক তোমার জন্ম কেন,
           সাগর তলে নদীর জলে?
ঝিনুক তোমার মূল্য কোথায়,
           পড়ে থাকো বালুর তলে!
মুক্তা জন্মে তোমার পেটে,
           বের করবে তোমায় কেটে!
মানুষের শুধু মুক্তা লাগে,
           ঝিনুক লাগে না তো!


             ১৪/০৫/২০১৭
              (৩০শে বৈশাখ)
        ধর্মনগর, উত্তর ত্রিপুরা
                ।। ভারত।।