ঘুরে ঘুরে আসিব তব পদতলে
       নীল আকাশে খসে যাওয়া
কোন এক পাখির পালকের মতো।
       শান্তি পাবার তরে
তব আঁচল 'পরে।
       ঘৃণা ভ‍রে ফেলে দিও নাকো তুমি-
তু্চ্ছ ঝ‍রা পালক বলে।
        আমি খুঁজে আসিব‌ তব হৃদয় মন্দিরে,
প্রশান্তির চির নিদ্রালয়ে।
        ফিরিব না আর-
জাগিব না আবার,
        শঙ্খধ্বনি বা ক‍রতালির ঝঙ্কারে।
মেটাব মোর চির অহংকার
        তব ছায়া তলে-অদৃশ্য রয়ে,
তবু তুমি দেখিবে যে মোরে
         দিবা নিদ্রায় নয়ন মুদিলে।
এই হাসি মোর স্বাগত জানাবে তুমায়
         আবারও কোন নতুন জনমে
ঘাস ফড়িং কিংবা শ্বেত কবুতর হয়ে।
         আশা র‌ইল তবু
তুমি আমার‌ই হবে
         এই মোর আকিঞ্চন কপালে।
জানি তুমি ব‍্যস্ত আজি
         আপন ক‍র্তব‍্য লয়ে।
ব‍্যাথা হয় কত-দুঃখ যেন শত শত,
         তবু কিছু নাহি বলে মুখ
এই নির্বাক ধরনীর 'পরে।
          আসবে তুমি যে আমার ঘরে,
আজ‌ও রয়েছে একথা অন্তরে অন্তরে।


          নিজ বাসভবন, ধ‍র্মনগর
              উত্তর ত্রিপুরা, ভারত
                       ২০১৬ ইং