এই সেই সুদূর মাঠ,
যার প্রান্তে আছে হাট।
উত্তাল প্লাবিতা জুড়ি নদী,
সাজে বর্ষণ পায় যদি।
কম জলে কলার ভেলায়,
কিশোর মাতে আনন্দের খেলায়।
আশ্বিন এর পাবন বেলায়,
দিন কাটে আনন্দে হেলায়।
ক্ষেতে ভরা ধানের ফুল,
বাতাসে যেন খায় দোল।
মনের খেয়ালে গাহি গান,
তাতেই বুঝি খোঁজি প্রাণ।


        **********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১১/১২/২০১৭ ইং
২৪ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
       সন্ধ‍্যা:৬.৩০