কালো চশমায় ঢাকা তোমার
কাজল আঁকা আঁখি।
বেশ বলেছ তুমি আমায়,
তোমায় হিংসা করি!
রাতের তারা নয় যে আমি,
নয় বসন্তের কোকিল।
বলতে নারি ব্য‍ঙ্গ বার্তা,
দমক দিয়ে কথা।
ক‍রব কি আর
বাঁচতে হবে মনে নিয়ে ব‍্যথা।
তোমার জীবন কোমল কানন,
আমার বেলায় অলীক স্বপন।
জলসা রাতে মেঘের ফাঁকে,
হৃদয় আমার কাঁদে কেবল।


        নিজ বাসভবন, ধ‍র্মনগর
           উত্তর ত্রিপুরা, ভারত
           তাং: ১৪/০৯/২০১৭