শ‍রতের সকাল বেলা,
শীতল বাতাসের মেলা।
রাঙা রবি উঠে পূবে,
শুকায় শিশির বিন্দু সবে।
গুলা গুলা মেঘ ভাসে,
দূরের ঐ আকাশে।
কাঠবেড়ালী ডেকে চলে,
পাশে কদমের ডালে।
ছোট্ট মেয়ে তুলে ফুল,
ঝ‍রা শিউলী আর বকুল।
আমি বসে লিখে চলি,
কবিতার কথা কলি।


          নিজ বাসভবন, ধ‍র্মনগর
              উত্তর ত্রিপুরা, ভারত
              তাং: ০৩/১০/২০১৭
                    সকাল-৫.৫৬