মা আমা‌কে খেলতে দাও,
পড়া বলে কেন তাড়াও!
বকুল তলায় লোকচুরি,
ছোট্ট ভাই-এর হামাগুড়ি।
দুষ্টামি যে লাগে ভালো,
কি করি মা তুমি বলো!
স্কুলে শুধু লেখাপড়া,
খেলার জন‍্যই বাড়ি ফেরা।
ভালো লাগে ছবি আঁকা,
পড়তে গেলেই আমি বোকা।
পাশ যে হব আমি মাগো,
আমার জন্য কেনই রাগো।


----------///----------


নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০২/১২/২০১৭ ইং
১৫ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
       সকাল:১০.২১