লাল পলাশ আর রক্ত রঙের জবা,
ঝলকে উঠে হৃদয়ে-গন্ধ শুঁকে কেবা!
শশিকলা রাতে জাগে আকাশের 'পরে,
কেন যাবে তুমি একা আঁধারেতে সরে?
সুন্দর হৃদয়েতে সুন্দেরের পূজারী,
পূজিবে সুন্দরেরে নিজো করে সুন্দরী।
রুপসী ফেলিবে দূরে নির্গুণ কন্টকে,
শোভিতে আছে কত মহাগুনী নিকটে।
তব রূপের জৌলুসে কাঁপে কত জন,
সাজিয়েছ তাই বুঝি যৌবন কানন।
কমলাবসন পড়ে মঞ্চে আরোহণ,
করতালি পড়ে জোরে তুমি ধন‍্যজন।
বন্ধু বলে কাছে ডেকে লাগে গন্ডগোল,
ক্ষমা চেয়ে লিখি মোর হয়ে গেছে ভুল!


         *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৮/০১/২০১৮ ইং
    ২৩পৌষ,১৪২৪ বাং
        সকাল:৬.২৬