কবিতা তুমি লুকিয়ে থাকো,
সোনামণি এদের ঘরে।
কবিতা তুমি কথা বলো,
অনিশ্চয়তার ঠোটে।
কবিতা তুমি হাসতে থাকো,
সূর্যমুখীর মুখে।
কবিতা তুমি  ডানা মেল,
পরিয়ারির বেশে।
কবিতা তুমি জেগে উঠো,
কাক পক্ষীটির রুপে।
এবার;
কবিতা তুমি সাজবে জানি,
রূপ কথার ঐ ঝাঁসি রাণী।


    
        ১৮/০৫/২০১৭
     ধর্মনগর, উত্তর ত্রিপুরা
            ।। ভারত।।