লালন পালন করলে মোরে,
'মা' আমায় জীবন ধরে।
তোরে পূজি আজ আমি,
'ভালো থেকো' বুঝলে তুমি!
যদি লাগে মনে কষ্ট,
ভুলে যেও ভেবে দুষ্ট!
তোমার দন্ডে মানুষ হলাম,
মনের শিখা জ্বালিয়ে ছিলাম।
জগৎ ভারা বন্ধু কতো,
ব‌্যথা দিল শতো শতো।
তোমার মুখের একটু হাসি,
সাহস জুগায় রাশি রাশি।
স্বর্গ, মর্ত‍্য পাতাল জুড়ে,
রেখো 'মা' তোমার ক্রোড়ে।


         *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৫/০১/২০১৮ ইং
    ৩০পৌষ,১৪২৪ বাং
         দুপুর:৭.১০