রাতের তারার ঝর্ণাধারা
ক‍রে আমায় বাধনহারা।
নিভেনা যেন আলোকমালা,
জ‍্যোতির জোয়ারে ঝলমলা!
আত্মসুখী নহে তমসাতে,
ইমনকল‍্যাণী জাগে তাতে।
শতাব্দীর খোলা প্রতিক্ষায়,
প্রদীপ‌আলো দিও ভিক্ষায়!
শুভ্রতাভরা কুসুম রথে,
মঙ্গলদীপ জ্বালিও পথে।


      *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৪/১২/২০১৭ ইং
    ৮ পৌষ,১৪২৪ বাং
       সকাল:৬.৩৩