জন্ম থেকে জ্বলতে দেখি,
তুই যে শখের মোমবাতি।
জন্ম দিনে নিভায় তোকে,
মৃত্যু দিনে আবার জ্বালে।
প্রেমের যুগল কথা বলে,
তোমার দেহে আলো জ্বেলে।
পূজা-পালি আসবে যতো,
মোমের বাতি জ্বলবে ততো।
দুখীর ঘরে আলোর বাতি,
ধনীর গৃহে সোহাগ অতি।
হাসি মুখেই জ্বলাও জ‍্যোতি,
ভাগ করিতে আলোর মোতি।