তব গতিতে হেরিনু বিদ্যুৎ চমক,
নানা পুষ্পে সাজিল আজি এই ভূলোক।
মালতিরা ফুটে আজি রাতে সাখী সাখী,
আনন্দেতে গাহিল কত শতেক পাখি।
শুনি আমি আজি একা মনের গহনে,
মুরতি সাজিছ মম হৃদয় কাননে।
চারি দিকে ভাসিছে রাতে সুগন্ধি তব,
অস্থির চিত্ত যেন, 'তোমা খুঁজিয়া লব।'
শোভিলে তুমি আজি মম হৃদয়াঙ্গন,
জাগিল আজি জলকেলী করিতে মন।
কুসুমাবদন তুমি কাঞ্চন কামিনী,
হরণ করিলে যে মম সুখ যামিনী।
বঁধু তুমি সাজো যদি মানব জীবনে,
মনে যেন রেখো তুমি এই আকিঞ্চনে।


          *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১০/০১/২০১৮ ইং
    ২৫পৌষ,১৪২৪ বাং
        সকাল:৯.২৩