আশার দুয়ারে তুমি কড়া
নেড়ে ছিলে কেন লক্ষীছাড়া?
ভাত ঘুমে ছিলাম আমি,
চেয়ে দেখি নেই তুমি?
ভেঙে দিলে কাঁচা ঘুম,
রাতে যে এখনো নিঝুম!
কোন শর্তে এলে তুমি,
জানিনা কিছু যে আমি।
ফুরোলনা মোর স্বপ্ন মধুর,
অলীক স্বপ্নে বুঝি বিভোর!
সাড়া দিলেনা তুমি এই রাতে,
হবে কি দেখা প্রভাতে?
সন্ধ্যা মলতীর বৃন্ত চ‍্যুতি,
হবেনা হয়তো মোর বিস্মৃতি।
প্রমের প্রাচীন তীর্থ ভঙ্গুর,
ডেকেছে হয়তো নতুন সিঁদুর।
সেদিন আর দিন নয়,
ইতিহাস আর শুধু সংশয়।
কুঞ্জে কতো গাহে পাখি,
আবিরের রঙ গায়ে মাখি।
গলা-ভাঙা কোকিল‌ও ডাকে,
বসন্তে চড়াই এর ফাকে!
        **********
নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৯/১২/২০১৭ ইং
২২ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
       সকাল:৫.২৮