তুমি ডাকো, 'জাগো প্রিয়'
আমি বলি, 'নীরবতা দিও!
সুখ শয়নে জীবন মরনে,
রাখিও বন্ধু এই আকিঞ্চনে।
তুমি জাগো সকালের ভোরে,
আমি  শায়িত তব অন্তরে।
চেতনার আলোকদূতী হৃদয়ের দুয়ারে,
নিমিলীত চোখে তাকাই বারেবারে।
প্রহরে প্রহরে অন্তরে অন্তরে,
খুঁজেছি সেই আমি তোমারে।
বেদনার জোয়ারের ভেসেছি আমি,
বুঝেছ প্রিয়ে কখনো তুমি?
ফুল হয়ে ফোটে বেদনা,
তবু কেন যে বলনা?
'ভালোবাসি-আমি তাইতো আছি,
ভেবনা প্রিয় তুমি মিছেমিছি।'
মমতার পাহাড়ে বেদনার শিলাবৃষ্টি,
রাখিও আমাতে অপলক দৃষ্টি।
যদি ছেড়ে যাও মোরে,
রাখিও  মোরে অন্তরের মণিকোঠরে।'


        **********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১২/১২/২০১৭ ইং
২৬ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
       সকাল:৬.১৭