প্রার্থনা করি আমি অবোধ বালক,
তুমি বিশ্ব পিতা এই জগতের চালক।
ভগবান বলে কেউ-কেউ বলে আল্লাহ,
বিশ্ব পিতারে মানুষ কত নামে কহো।
জ্ঞান বুদ্ধি আরো নীতির কথা-
মানুষের দেওয়া কতো দুঃখ ব‍্যথা!
আশ্রয় খোঁজে চলি তোমার ছায়ায়,
ধীরে ধীরে টানে মোরে ঐশ্বরিক মায়ায়।


********


তাং: ২২/০৫/২০১৮ ইং
৭ জৈষ্ঠ,১৪২৫ বাং
রাত:৯.৪৫
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত