এমন যদি পেতাম খোঁজে পাখি,
জাগায় মোরে ভোর প্রভাতে ডাকি।
    লাগতো ভালো আমার কত,
      পুষতে তারে মনের মতো!
     মিষ্টি সুরে ডাকতো মোরে,
       সুনু তুমি উঠো ভোরে!
   কাজের ফাঁকে পাখির ডাকে,
     হৃদয় জোড়াতো অনুরাগে।
      সন্ধ্যা মাঝে মেঘের সাজে,
      কিচির মিচির পাখির ডাকে-
     তড়িৎ চমক লাগলে চোখে,
      টেনে নিতাম তাকে বুকে।
        ঘুমের ঘরে পাখিটারে,
     খুঁজি কেন আপন করে?


               03/06/2017
          ধর্মনগর,উত্তর ত্রিপুরা
                     ভারত