অন‍্যায় নাহি করো তুমি জন দেবতা,
মিলন বিভেদে হোতা যেন পরিত্রাতা!
জগতের বিবাদ লাগেই যদি দেশে,
কেমনে জানি মোরা নেতা তুমি যে কিসে!
অমর মানবপ্রেম ধ্বংসীলে বিষে,
নিশাচর জাগিছো যেন কোন রোষে!
পাপাচার ছাড়ো তুমি ঐ প্রজার তরে,
ভালোবাসা পাবে নিশ্চয় হৃদয় ভরে।
দণ্ডধরে শুধু নাহি ক‍রো লণ্ডভণ্ড,
ভালোবেসে দেখো তু্মি কেউ নয় মন্দ।
অজেয় রবে তুমি চিরকাল সমরে,
উচ্চাসন পাবে যেন প্রজার অন্তরে।
শরানলে জ্বালিয়ো না সে বিরোধী বলে,
পুষ্পরথে বসাবে সেই আপন দলে‌।


    *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৬/০১/২০১৮ ইং
   ০২ পৌষ,১৪২৪ বাং
        সকাল:৬.২৫