প্রেম! তুমি কতোটা গভীর,
জানি উত্তরটা বড়োই কঠিন!
হতে চাই আমিও তোমারই মতো অন্তহীন,
আবার কখনো হ‌ও রাঙা বাহারি রঙিন।
সুখের খোঁজে হাজির হ‌ই কখনো-
দুখের বারান্দায়,
অশ্রুকণা ঝরে কেন প্রেম তোমারই খোঁজে?
সহযাত্রী হ‌ই যদি কখনো এক‌ই নৌকায়,
নিঃস্বার্থে খুলে দেব হৃদয় কপাটিকা।
আসো প্রেম! আসো তুমি আমার‌ই ঘরে,
জীবনের প্রান্তে আঁকিও না দুর্বিসহ যতি।
অসীমের পথে আমি নির্ভীক চিরকাল,
চেয়ে ফিরি তোমার আঙ্গিনায়-
আমি এক চলমান পথযাত্রী।


********


তাং: ০৯/০৫/২০১৮ ইং
২৫ বৈশাখ,১৪২৫ বাং
বিকাল: ৪.২৮
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত