এই পরিবেশ ক্ষতির কারণ,
           হবে বুঝি জীবের মরন!
                     আসুন-
         বাজার ক‍রি চটের ব‍্যাগে,
        না হয় ধরি ঠুঙো কাগজে।


         শ্রমিক বাঁচে কৃষক বাঁচে,
        পাটের চাষে আমার দেশে।
         পুঁজি-পতির যাঁতা-কলে,
         মরলো কৃষক দলে দলে।
          বন্ধ পাটের ব‍্যাগ প্রায়,
       কম দাম যে ক‍্যারি ব‍্যাগ পাই।


     শুনুন বন্ধু বলি পলিথিনের কথা,
যত্র তত্র তা ফেলাটা মনে হয় আত্মহত্যা।
     অপচনশীল বর্জ্য বস্তুর আস্তানা,
  হলো যে আজ এই সুন্দর পৃথিবীখানা!
          
সোনার মাটি বন্ধা যেন আজ পলিথিনের আস্তরনে,
আসুন সবাই মিলে জেগে উঠি প্রতিবাদের গর্জনে।


********


তাং: ২৭/০৪/২০১৮ ইং
১৩ বৈশাখ,১৪২৫ বাং
সকাল:৪.৩৮
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত