কবি তাঁর কল্পনার মধ্যে দিয়েই অবাস্তব কোন ঘটনাকে উপভোগ‍্য করে তুলতে পারেন।আর কবির সাবলীল প্রকাশ ভঙ্গিমা অনেক নিরস বিষয়ে প্রাণের সঞ্চাল করতে পারে।অন্য দিক দিয়ে বলতে গেলে কবির প্রত‍্যেকটি কল্পনা কিন্তু কোন না কোন বাস্তবকেই আঁকড়ে ধরে আছে।তাহলে কবির কল্পনার আশ্রয় স্থল হল তাঁর বাস্তব অনুভূতি।বাস্তব অভিজ্ঞতার উপর কবির কল্পনার তুলির টান‍‍‌ই হল কবিতা‌।