সোজা আর বাঁকা,চড়াই ও উৎরাই,
জীবনের রাস্তাটা মনে হয় এমনটাই!
মান অভিমান চাওয়া আর না পাওয়া,
হারিয়ে যাওয়া আর খুঁজে বের করা;
জন্মদিনে এটা নিশ্চয় শ্রেষ্ঠ পাওয়া।
কখনো মেঘের পেটে দেখ বৃষ্টির রাশি,
আবার কখনো চাঁদ আর সূর্যের হাসি।
নদী কখনো শুকিয়ে বালুকায় লুকোয়,
কখনো দেখি নদী তীর  বন‍্যা ভাসায়।
মাঝি কি কখনো নাউ ছেড়ে পালায়,
কালো ঝড়োবৃষ্টি অথবা খরার ব্যাথায়?
মাঝি আর নৌ ব‍্যবধান করে কি কেঊ  ,
মাঝির কারণে নৌ পাড়াপাড় করে ঢেউ!
দেখ জোয়ার-ভাঁটা ফায়দা আর ঘাটা,
জীবনের পথে কত বিচিত্র অভিজ্ঞতা!
গান গাইবে না তুমি আমার জন্মদিনে,
তবে গান ভুলে যাবে মানি তা কেমনে!
জীবনের রঙে তাই অভিমান মিশে যায়,
হোলীর আবিরে দুষ্ট ম‍্যাজেন্টের ছায়ায়;
ভুলো না সত্যি তোমায় ভালোবাসি কতো!
ভুলে যাও তুমি আজ ভুল শুদ্ধ আছে যতো,
'ক্ষমা' যদি চাও তবে মনে লাগে ব‍্যাথা;
স্বগর্বে বলো না কেন অধিকারের কথা?
জীবনে বেঁচেছি তাই  মৃত্যুর অবহেলা-
'অধম' বল কেন তুমি এই মিলন বেলা।
পেয়েছ কি  কখনো আমার কাছে ছাই
দুঃখ বয়ে জীবন চলি আলোর ইশারায়।
জন্মদিনের প্রদীপ তুমি, তুমিই উপহার;
সারা জীবন পাশে থেকো ঘুচিয়ে আঁধার।