মনের ঝর্ণা মুক্তধারা,
আকাশের চাঁদ তারা।
গভীর অরণ‍্যের পাখি,
গোপনে কেমন রাখি!
ব‍্যথা ভরা পুষ্পাঞ্জলি,
নিমন্ত্রিত তাতে অলি।
নামঞ্জুর আবার ভ্রমর,
স্মরণে করিবে অমর।
আলোর বাকে ছায়া,
রুদ্ধতার মাঝে মায়া।
সুদীপ্ত বিশ্বাস আবার,
বেদন বিরহে পাহাড়।
পাপড়ি ফুটাও ভোরে,
নতুন আশাদের তরে।


    *********


   নিজ বাসভবন, ধ‍র্মনগর
     উত্তর ত্রিপুরা, ভারত
   তাং: ১৮/১২/২০১৭ ইং
             ১৪২৪ বাং
           সকাল:১১.০৭